প্রদীপ্ত চক্রবর্তী পটিয়া চট্টগ্রাম
চট্টগ্রামের পটিয়ায় হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ আয়োজিত শিক্ষা স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । অদ্য ২৯ আগস্ট রোজ শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । এতে পটিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক , প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে । শিক্ষা স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ এর আহ্বায়ক পার্থ বিশ্বাস বলেন , আমরা অর্ধ বার্ষিক ও বার্ষিক পরীক্ষার সিলেবাস এর সাথে সঙ্গতি রেখে প্রশ্নপত্র প্রণয়ন করেছি যাতে শিক্ষার্থীরা সাচ্ছন্দ্যবোধ করে । সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক করে আইনজীবী রুপন কান্তি দাশগুপ্ত বলেন , হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ ৬০ বছরের প্রাচীন , ঐতিহ্যবাহী, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন । দীর্ঘ ২০ বছরের ও বেশি সময় ধরে এই সংগঠন বৃত্তি পরীক্ষার আয়োজন করা আসছে । সংগঠনের সভাপতি প্রকৌশলী কনক চৌধুরী বাবু বলেন , এখান থেকে যাতে আগামী প্রজন্ম দেশের যোগ্য প্রতিযোগিতামূলক কর্মকান্ডে নিজেকে গড়ে তুলতে পারে সেই লক্ষ্য নিয়েই এই বৃত্তি পরীক্ষার আয়োজন । আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো । বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান শিক্ষানুরাগী দীপক কান্তি সরকার , শিক্ষক নেতা মোঃ সেলিম , রাজু দাশগুপ্ত ,রাহুল চৌধুরী , রাহুল মাহাজন , সৌরভ চৌধুরী , নয়ন সেন প্রমূখ।