1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বৈরি আবহাওয়া ও প্রবল বর্ষণ উপেক্ষা করে  জশনে জুলুস অনুষ্ঠিত চট্টগ্রামের পটিয়ায় শিক্ষা স্মৃতি মেধা পরীক্ষায় অংশ নিলো তিন শতাধিক শিক্ষার্থী পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত। টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন  পটিয়ায় জিরি ওঁকারেশ্বর যোগমঠ প্রতিষ্টাতা স্বামী জীবানন্দ অবধূত’র ৮২তম তিরোধান দিবস উদযাপন আকুবদণ্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল ফুটবল  প্রতিযোগিতা সম্পন্ন কর্ণফুলীতে পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে ৬০ লিটার চোলাইমদ, ২টি সিএনজিসহ ৪ জন গ্রেফতার সিএনজি অটোরিকশা উল্টে শিশুসহ আহত ৪ যাত্রী যত্রতত্র গাড়ি রেখে যানজট সৃষ্টি করায় বোয়ালখালীতে ৫ জনকে জরিমানা লাইসেন্স হেলমেট না থাকায় ৬ চালকের জরিমানা

পটিয়ায় জিরি ওঁকারেশ্বর যোগমঠ প্রতিষ্টাতা স্বামী জীবানন্দ অবধূত’র ৮২তম তিরোধান দিবস উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধি: চটগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ও জিরি ইউনিয়ন সীমানায় স্হাপিত ওঁকারেশ্বর যোগমঠ প্রতিষ্টাতা যোগাচার্য শ্রীমৎ স্বামী জীবানন্দ অবধূত পরিব্রাজক এর ৮২তম তিরোধান দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো দিনব্যাপী ধর্মীয় নানান অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার(২৯শে আগষ্ট) ওঁকারেশ্বর যোগমঠ পরিচালনা পরিষদের উদ্যোগে দিনব্যাপী অনুষ্টানমালার প্রথম পর্বে অনুষ্টিত ভোর পাঁচ ঘটিকা থেকে মাঙ্গলিক শঙ্খধ্বনী,জাগরন আরতি,চন্ডীপাঠ,জগৎ মঙ্গল কামনায় ব্রহ্মযজ্ঞাহুতি,গুরুপূজা ও ভোগ আরতি।
এতে চন্ডী পাঠে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্বর্নলতা দেবী,সুজন দেব নাথ,বাবু যজ্ঞেশ্বর নাথ খোকন।ব্রহ্মযজ্ঞে পৌরহিত্য করেন শ্রীমৎ শিবানন্দ মহারাজ,শ্রীমদ্ভগবদ গীতাপাঠে ছিলেন বিশিষ্ট গীতাপাঠক ও গীতা প্রশিক্ষক বাবু নিউটন দেব নাথ।
অনুষ্টানের দ্বিতীয় পর্বে অনুষ্টিত হয়েছে স্বামীজীর জীবন আলেখ্য ঘিরে এক স্মৃতিচারন সভা।
এতে ওঁকারেশ্বর যোগমঠ পরিচালনা পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু অরুন কান্তি নাথ মহাজন এর সভাপতিত্বে এবং উওর জিরি জীবানন্দ গীতা সংঘের সভাপতি বাবু প্রনব নাথের সঞ্চালনায় অনুষ্টিত এ স্মৃতিচারন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া যুগ্ম জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবি ও বিশিষ্ট সমাজসেবক বাবু কবি শেখর নাথ পিন্টু।
এতে অনুষ্টানের উদ্ভোধক হিসেবে উপস্হিত ছিলেন আন্দরকিল্লা শ্রীগুরুধাম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী নির্বানানন্দ পুরী মজারাজ।শুভেচ্ছা বক্তব্য রাখেন ওঁকারেশ্বর যোগমঠ পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক বাবু রূপন কান্তি নাথ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মীয় প্রবক্তা মাষ্টার দুলাল কান্তি নাথ।বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবু মৃদুল কান্তি নাথ,অধ্যাপক উৎপল চন্দ্র শীল,এডভোকেট সঞ্জীবন সরকার,সমাজসবক বাবু বিদ্যুৎ চন্দ্র নাথ,বিশিষ্ট ব্যবসায়ী বাবু তপন ধর।ধর্মীয় আলোচনায় ছিলেন চটগ্রাম অখন্ডমন্ডরীর সাবেক সহ-সভাপতি বাবু মনোতোষ মজুমদার,সাবেক সদস্য বাবু অঞ্জন মজুমদার,চটগ্রাম দক্ষিন জেলা হিন্দু মহাজোট সভাপতি ডা. প্রবীর শংকর দাশ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সমাজসেবক যথাক্রমে বাবু অরবিন্দু নাথ,বাবু সমীরন কান্তি নাথ মহাজন,বাবু শ্যামল কান্তি দাশ,বাবু তপন কান্তি নাথ মহাজন,বাবু কৃপাসিদ্ধু নাথ টিঠু,বাবু বাবু রাসেল নাথ,বাবু বিভূতি শীল,সুকুমার নাথ সহ বিভিন্ন মঠ মন্দিরের সাধুসন্ত বৃন্দ।
উল্লেখ্য সভা চলাকালীন সময় দুপুর ২টা নাগাদ দুর-দুরান্ত থেকে আগত স্বধর্ম পিপাসু হাজারো ভক্তদের মাঝে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট