1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন বোয়ালখালীতে তিনদিন ধরে নিখোঁজ প্রতিবন্ধী এক যুবক প্রবাসী স্বামীর মরদেহ ফেরার অপেক্ষায় স্ত্রী ও দুই সন্তান ২৩ বছরের প্রবাস জীবনের ইতি, মারা গেছেন বোয়ালখালীর কুতুবউদ্দিন  বিশিষ্ট সমাজ সেবক মনির আহমদ সওদাগরের ইন্তেকাল মেয়াদ উত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার অনুমোদন না থাকায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা নিখোঁজের ১৮ দিন পর সন্ধান মিললো অনিরুদ্ধের দেশে আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র চলছে — এনামুল হক এনাম পটিয়া উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের নতুন  কমিটি গঠন  পটিয়া দক্ষিণ গোবিন্দারখীল স্কুলের  নতুনভাবে সজ্জিত প্রাক-প্রাথমিক শ্রেণির শুভ উদ্ধোধন। 

সোনাইমুড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে সক্রিয় ইউএনও এবং এসিল্যান্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী:

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেশ কয়েকদিন ধরে সরকারী খাল পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়ে আসছেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সোনাইমুড়ী চৌরাস্তায়ও দেখাগেছে এমন উচ্ছেদ অভিযান।

পুর্বেও দেখা গেছে বিভিন্ন ইউনিয়নের আওতাধীন সরকারী খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করতে দেখা যায়। বাড়ীর রাস্তার নামে খালে নির্মাণকৃত বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। কোথাও কোথাও উচ্ছেদ অভিযানের কথা শুনেই নিজ দায়িত্বে ব্যবসায়িরা মালামাল সরিয়ে নিতেও দেখা যায়।

স্থানীয়রা বলছেন, দখলবাজরা সরকারী খাল অবৈধভাবে দখল করে দোকান ঘর, বাড়ী ও বাড়ীর রাস্তা সহ বিভিন্ন কৌশলে সরকারী খাল দখল করে রেখেছেন। যার ফলে অতি বৃষ্টিতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। আমরা উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডকে ধন্যবাদ জানাই। এরকম অভিযান চলমান থাকলে দখলবাজরা এভাবে সরকারী জায়গা বা খাল তাদের দখলে নিতে পারবেনা।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত জানান, এ ধরনের অভিযান চলমান থাকবে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিয়নে সফলভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এভাবেই আমরা সরকারী খাল দখল মুক্ত করবো। এতে কারো তদবির চলবেনা।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার জানান, সরকারি খাল দখলমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। আমাদের উচ্ছেদ অভিযান চলমান থাকবে। খালের উপর বাঁধ নির্মাণ, বাড়ি-ঘর নির্মাণ সব কিছুই আমরা ধাপে ধাপে উচ্ছেদ করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট