1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ ফাতেমা জিন্নাহ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ বোয়ালখালীতে গাছের শুকনো ডাল পড়ে এক ব্যক্তির মৃত্যু বোয়ালখালীতে দুই সপ্তাহেও খোঁজ মেলেনি কিশোরের কানুনগোপাড়া ঝুলন বাড়িতে ঝুলন উৎসব বিএনপির স্মরণকালের স্মরণীয় জমায়েত চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থান বার্ষিকীতে পৃথক গণ মিছিল বোয়ালখালীতে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল বোয়ালখালীতে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত বোয়ালখালীতে জামায়াতের গণ মিছিল গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বোয়ালখালীতে ছাত্র-জনতার বিজয় মিছিল

বোয়ালখালীতে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালীতে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল করেছে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন।

মঙ্গলবার (৫ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ আয়োজন করেন।

বিকেল ৪টায় উপজেলা স্মৃতিসৌধ চত্বর থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো.শওকত আলমের নেতৃত্বে একটি মিছিল সড়ক প্রদক্ষিণ করে গোমদণ্ডী ফুলতল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, জেলা বিএনপি সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, সদস্য শাহীনুর শাহীন, বিএনপি নেতা আবুল হাশেম, হাজি জাকির হোসেন, সরোয়ার আলমগীর, আলহাজ্ব নুরুল করিম নুরু, পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী, ডা. মহসীন খান তরুণ, ও পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি আবু আকতার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, ‘একবছর আগে দেশের জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছিল, যা ফ্যাসিবাদী সরকারের পতনের পথ তৈরি করে দেয়। জনগণের অধিকার রক্ষায় এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে। যত বাধাই আসুক, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চলবে।’

এর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা যোগ দেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট