নিজস্ব সংবাদদাতা :
চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন এলাকায় সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় বোয়ালখালী উপজেলার পাঁচজন কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পটিয়া হুলাইন কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—জয় পালিত, শ্রাবণী শীল, প্রমী শীল, প্রমীর স্বামী রনি দাশ এবং আরও একজন পরীক্ষার্থী। তাঁরা সবাই বোয়ালখালী উপজেলার স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী জয় পালিত জানান, ‘‘পরীক্ষা শেষে আমরা পাঁচজন একটি রিজার্ভ সিএনজিতে করে বোয়ালখালী ফিরছিলাম। হুলাইন কলেজ এলাকায় পৌঁছালে আমাদের সিএনজির ব্রেকে সমস্যা দেখা দেয়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে আমাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।’’
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা সবাই কমবেশি আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফিরে গেছেন।
বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন বলেন, ‘‘ঘটনার খবর পেয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। আল্লাহর রহমতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সকলেই সুস্থভাবে বাড়ি ফিরেছে।’’