1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

বোয়ালখালীতে বুনো শূকরের তাণ্ডব, নিঃস্ব দুই কৃষক

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের পূর্ব জ্যৈষ্ঠপুরা পাহাড়ে ওল কচুর চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন দুই কৃষক মো. সাইফু ও মো. খোকন। কিন্তু হঠাৎ গত দুই রাতের ব্যবধানে বুনো শূকরের দফায় দফায় তাণ্ডবে তাদের সেই স্বপ্ন এখন ধ্বংসস্তূপে।

জানা গেছে, পূর্ব জ্যৈষ্ঠপুরা এলাকার পুতামুড়া মাজারের দক্ষিণ পাশে দুম্বাই চরে প্রায় ২০ শতক জমিতে ১৫০টি মাদায় ওল কচুর চাষ করেছিলেন তারা। প্রতিটি মাদায় আধা কেজি করে বীজ রোপণ করা হয়েছিল। গাছগুলো ভালোভাবেই বেড়ে উঠছিল। প্রত্যাশা ছিল, পরিপক্ব হলে প্রতিটি ওল ৬-৭ কেজি হবে। বাজারদর অনুযায়ী এ ফসল বিক্রি করে অন্তত ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হতো।

কৃষক মো. সাইফু বলেন, “ঋণ করে বান্দরবান থেকে বীজ এনে চাষ করেছিলাম। এমন ক্ষতি কখনও দেখিনি। সব শেষ করে দিয়েছে শূকরের দল।”

ওল কচুর পাশাপাশি প্রায় দেড় একর জমিতে তারা আরও চাষ করেছেন পেঁপে, তিতকরলা, বরবটি, লাউ, চিচিঙ্গা ও বেগুন। কিন্তু এখানেও শান্তি নেই। একদিকে বানরের দল কাঁচা ফল ছিঁড়ে ফেলে দিচ্ছে, অন্যদিকে মাঝে মাঝে বন্য হাতি ক্ষেত মাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে দেড় লাখ টাকার বেশি ক্ষতির মুখে পড়েছেন তারা।

বোয়ালখালী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা উদয়ন বড়ুয়া বলেন, “ওল কচু বুনো শূকরের খুব পছন্দের খাবার। তাই পাহাড়ের আশেপাশে চাষ হলে আক্রমণের ঝুঁকি বেশি। শক্ত বেড়া ও পাহারার ব্যবস্থা না থাকলে এমন ক্ষতি হতেই পারে।”

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ভাণ্ডালজুড়ি বিট কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, “ক্ষতির বিষয়টি থানায় জিডি করে বন বিভাগে আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের সুযোগ আছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট