রবিউল হাসান, নোয়াখালী:
নোয়াখালীর সোনাইমুড়ীতে থানা পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আ.লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ সদস্যকে।
শুক্রবার (০১ আগস্ট) গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
জানা যায়, ১৪৭/১৪৮/৩০২/৩৪/১১৪ ধারায় সোনাইমুড়ী থানার ০৪/২৪ নং মামলায় তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সোনাইমুড়ী উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক পার্থ সাহা (৩২)। তিনি সোনাইমুড়ী পৌরসভা ৪ নং ওয়ার্ডের ভানুয়াই চৌধুরী বাড়ীর মৃত সুনীল সাহার ছেলে। অন্যজন কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জুলফিকার আলী ভুট্টো। তিনি ৩নং চাষীরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাহারপাড় আমজাদ ব্যাপারী বাড়ীর মৃত আবুল খায়েরের ছেলে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত আছে।