1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের গুণীজন সংবর্ধনা ও দোয়া মাহফিল পটিয়ার পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে বাওবির ওরিয়েন্টেশন ও বই উৎসব কোদালা ইউনিয়ন বিএনপি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় কর্নফুলী নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন সোনাইমুড়ীতে আ.লীগ ও ছাত্রলীগের ২ সদস্য আটক নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির বোয়ালখালীতে ঝুঁকির মধ্যেই চিকিৎসা চলছে ধোরলা স্বাস্থ্য কেন্দ্রে রাজনৈতিক জট কাটিয়ে অবশেষে ঠিকানায় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন চন্দনাইশ ও দোহাজারী পৌরসভায় ব্যাপক রদ বদল চন্দনাইশে পল্লী বিদ্যুৎ’র ডিজিএমকে বয়কট করে কর্মসূচি পালন

রাজনৈতিক জট কাটিয়ে অবশেষে ঠিকানায় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পুনরায় সংযুক্ত হলো চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) সংসদীয় আসনের সঙ্গে। নির্বাচন কমিশনের সর্বশেষ সীমানা পুনর্নির্ধারণে ইউনিয়নটি রাঙ্গুনিয়া থেকে বিচ্ছিন্ন করে আবারও বোয়ালখালীর আওতায় আনা হয়েছে।

জানা গেছে, স্বাধীনতার পর প্রথম সাধারণ নির্বাচন (১৯৭৩) থেকে ২০০৮ সাল পর্যন্ত শ্রীপুর-খরণদ্বীপ ছিল চট্টগ্রাম-৮ আসনের অংশ। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে এটি চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে স্থানান্তর করা হয়। এরপর থেকেই ইউনিয়নবাসী রাজনৈতিক ও উন্নয়ন কাঠামো নিয়ে বিভ্রান্তিতে ছিলেন।

তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল হক বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে খসড়া প্রকাশ হলে আমরা এর বিরোধিতা করেছিলাম। তবু একমাত্র শ্রীপুর-খরণদ্বীপকে রাঙ্গুনিয়ার সঙ্গে যুক্ত করা হয়। এরপর ২০১৮ সালে আবারও আবেদন করেছিলাম, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে তা সফল হয়নি। এবার আমরা আবারও আবেদন করলে নির্বাচন কমিশন সেটি আমলে নেয়—এবং অবশেষে সফল হলাম।

নির্বাচন কমিশনের সাম্প্রতিক ঘোষণায় নতুনভাবে চট্টগ্রাম-৮ আসনের আওতায় আনা হয়েছে ইউনিয়নটিকে। ফলে আসনটির মোট ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। বর্তমানে এ আসন গঠিত হয়েছে বোয়ালখালী পৌরসভা, ৮টি ইউনিয়ন এবং নগরের চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকার একাংশ নিয়ে।

স্থানীয় প্রবীণ বাসিন্দা নুরুল ইসলাম বলেন, আমাদের এলাকা তো চিরকাল বোয়ালখালীর অংশ ছিল। হঠাৎ রাঙ্গুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখন আবার ফিরে এলাম নিজের জায়গায়, এটা বড় স্বস্তি।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের আয়তন প্রায় ৩৩ বর্গকিলোমিটার, ভোটার সংখ্যা প্রায় ১৮ হাজার ৩৭৬ জন। দীর্ঘ উন্নয়ন বঞ্চনার পর এবার নতুন আশায় বুক বাঁধছেন এলাকাবাসী।

বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের কাছে আবেদনপত্রে বর্তমান প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরীর সঙ্গে আমিও গণস্বাক্ষর করি। কমিশন সিদ্ধান্ত নিয়ে শ্রীপুর-খরণদ্বীপকে ফিরিয়ে আনার মাধ্যমে জনগণের আবেগ-অনুভূতির সম্মান রেখেছে।

নির্বাচনের আগে নেওয়া এ সিদ্ধান্ত আসনটির রাজনৈতিক ভারসাম্য ও উন্নয়ন কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে সারাদেশের সংসদীয় আসনগুলোর মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন এনে একটি খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে খসড়া চূড়ান্ত হলেও আগামী ১০ আগস্ট পর্যন্ত এ বিষয়ে আপত্তি বা আবেদন করা যাবে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বুধবার আগারগাঁওয়ে কমিশন ভবনে সাংবাদিকদের জানান, ৩৯টি আসনে সীমানা পরিবর্তন করে খসড়া প্রকাশ করা হয়েছে। কেউ যদি এতে সংক্ষুব্ধ হন, তবে ১০ আগস্ট পর্যন্ত লিখিতভাবে আবেদন করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট