চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ পৌরসভার ৬ কর্মচারীকে দোহাজারী ও দোহাজারী পৌরসভার ১ কর্মচারীকে পটিয়া পৌরসভায় বদলী করা হয়েছে।
গত ২৯ জুলাই স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপ-পরিচালক মো. নোমান হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে চন্দনাইশ পৌরসভার লাইসেন্স পরিদর্শন মো. মনিরুজ্জামানকে বাঁশখালী, কার্য্য সহকারী দিদারুল আলমকে দোহাজারী, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক মো. মোবাশ্বের হোসেনকে দোহাজারী, ঠিকাদান দানকারী মো. মাহবুবুর রহমানকে দোহাজারী, বাজার পরিদর্শক সাখাওয়াত হোসেন চৌধুরীকে দোহাজারী, বিদ্যুৎ হেলপার ওমর ফারুক রাশেদকে পটিয়া ও দোহাজারী লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়াকে সাতকানিয়া পৌরসভায় বদলী করা হয়। একই আদেশে চন্দনাইশ, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, বাঁশখালী, সীতাকুণ্ড, সন্দ্বীপ পৌরসভার ২৪ জনকে একই আদেশে বদলী করা হয়।