1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে বাওবির ওরিয়েন্টেশন ও বই উৎসব কোদালা ইউনিয়ন বিএনপি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় কর্নফুলী নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন সোনাইমুড়ীতে আ.লীগ ও ছাত্রলীগের ২ সদস্য আটক নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির বোয়ালখালীতে ঝুঁকির মধ্যেই চিকিৎসা চলছে ধোরলা স্বাস্থ্য কেন্দ্রে রাজনৈতিক জট কাটিয়ে অবশেষে ঠিকানায় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন চন্দনাইশ ও দোহাজারী পৌরসভায় ব্যাপক রদ বদল চন্দনাইশে পল্লী বিদ্যুৎ’র ডিজিএমকে বয়কট করে কর্মসূচি পালন প্রতারণার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: খাইরুল বশরের পরিবারের তীব্র প্রতিবাদ

চন্দনাইশে পল্লী বিদ্যুৎ’র ডিজিএমকে বয়কট করে কর্মসূচি পালন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে পল্লী বিদ্যুৎ কার্যালয় সম্মুখে ডিজিএমকে বয়কট করে কর্মসূচি পালন করেছেন চন্দনাইশে কর্মরত ৮৫ জন কর্মচারী।
৩১ জুলাই (বৃহস্পতিবার) সকালে চন্দনাইশ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম মো. ফখর উদ্দিনকে বয়কট করে কর্মচারীরা কার্যালয় সম্মুখে কর্মসূচি পালন করেন। এ সময় আন্দোলনকারীরা বলেন, উনি ঠিক সবাই বেঠিক। তাই তারা জিএম বরাবরে ৮৫ জন কর্মচারী মিলে বিষয়টি বলার পরও তিনি কোন রকম সূরাহ না করে কাল ক্ষেপন করেছেন। তাই আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছি। আমরা চাই তিনি স্বসম্মানে এখান থেকে চলে যাক, অন্যথায় আমাদের সবাইকে বদলী করে দেয়। এ ব্যাপারে ডিজিএম মো. ফখর উদ্দিন বলেছেন, তিনি পল্লী বিদ্যুতের যে আন্দোলন চলছে তিনি তাদের সাথে একমত না হওয়ার কারণে তারা কিছুটা ক্ষিপ্ত হয়েছেন। তাছাড়া তাদের আন্দোলনের কোন যুক্তি নেই। ঠিক সময়ে অফিসে আসে না, সঠিকভাবে কাজ না করার কারণে গ্রাহক হয়রানি হচ্ছে। তাদের আন্দোলন সঠিক নয়, আমি সঠিকভাবে কাজ করে যাচ্ছি, সবার সহযোগিতা চাই। চাঁদাবাজ, সুবিধাবাদীরা সুযোগ নিতে না পারায় তাদের সাথে হাত মিলিয়েছে আমাদের কতিপয় কর্মচারী। আশা করি তারা তাদের ভুল বুঝতে পেরে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। ভালো কাজ করতে গেলে অনেক বাঁধা বিপত্তির শিকার হতে হয়। এদিকে বিদ্যুৎ’র প্রধান লাইনে কাজ করার কারণে শুক্রবার (১ আগস্ট) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চন্দনাইশ, সাতকানিয়া এলাকায় বিদ্যুৎ থাকবেনা বলে জানিয়েছেন ডিজিএম মো. ফখর উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট