বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম, এসইডিইপি’ এর আওতায় ৩৩জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার সঞ্চিতা পালিতের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিবিজিএসআই এর ডেপুটি প্রোগ্রামার ও কো-অর্ডিনেটর (প্রশাসন-অর্থ-ক্রয়) প্রফেসর খন্দকার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম। এতে বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের,অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শোয়াইব রেজা, প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, পেয়ার মোহাম্মদ, অভিভাবক আলী আকবর ও কলেজ শিক্ষার্থী নাদিয়া খানম।
অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ক্যাটাগরিতে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ নম্বর ও গ্রেড প্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।