1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

বোয়ালখালীতে ঝুঁকিপূর্ণ ‘মাইল্লের পুল’

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী  প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড লালার হাট ডিসি সড়কে রায়খালী খালের ওপর অবস্থিত ‘মাইল্লের পুল’ নামে পরিচিত সেতুটি এখন ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছে। ব্রিজটির এক পাশে সৃষ্ট গর্ত ক্রমেই বিস্তৃত ও গভীর হয়ে উঠছে। টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

প্রতিদিন চলাচলকারী মনজুর নামের একজন জানান, প্রায় তিন-চার মাস আগে গর্তটি দেখা দিলেও এখন পর্যন্ত কোনো ধরনের মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থীরা, অভিভাবকরা ও সাধারণ মানুষ। ব্রিজটির কাছাকাছি একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

স্থানীয় সোনিয়া দত্ত বলেন, ‘আমার ছেলে-মেয়ে প্রতিদিন এই ব্রিজ দিয়ে স্কুলে যায়। কখন যে দুর্ঘটনা ঘটে, তার কোনো নিশ্চয়তা নেই।’
অটোরিকশাচালক মো. ইউচুপ বলেন, ‘তিন-চার মাস ধরে ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি। জানি না কখন কী হয়ে যায়।’

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলিত এ সেতু মেরামতের দাবিতে বারবার জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। এখন অনেকেই ব্রিজটি বন্ধ করে দেওয়ার দাবি জানাচ্ছেন—যতদিন না এটি নিরাপদ করা যায়।

এ বিষয়ে বোয়ালখালী উপজেলা প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে গর্তটি ভরাট করার সুযোগ এখন নেই। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অনুদানের আবেদন করব। অনুদান পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, ‘ব্রিজটি নির্মাণের সময় খালটি ছোট ছিল। এখন ভাঙনের ফলে খাল বড় হয়ে গেছে। সেই তুলনায় ব্রিজটি ছোট হয়ে পড়েছে। তাই নতুন একটি ব্রিজ নির্মাণের জন্যও আবেদন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট