1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

বোয়ালখালীতে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শপথ অনুষ্ঠান

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি দুই পর্বে সম্পন্ন হয়। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় আয়োজনে যুক্ত হয়ে লাখো কণ্ঠে শপথ পাঠ করেন উপস্থিত সকলে। পরে দ্বিতীয় পর্বে ‘সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহমত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জোনাল ম্যানেজার স. ম. মিজানুর রহমান, চরণদ্বীপ রজভিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শোয়াইব রেজা, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিন, জুলাই যোদ্ধা জহিরুল আলম ও জুলাই কন্যা ইসমিয়া আক্তার।

আলোচনা সভা শেষে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট