1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বোয়ালখালী প্যাথলজিতে স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রে উত্তরণের জন্য প্রয়োজন নির্বাচন-ইয়াছিন চৌধুরী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে বোয়ালখালীর প্রবাসী ইলিয়াসের মৃত্যু চাঁদাবাজির অভিযোগে বোয়ালখালীতে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ আবুধাবি যাওয়ার পথে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসীর মৃত্যু সিএমপি’র ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের অভিযানে ০২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ ০২(দুই) জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার চন্দ্রঘোনার গ্রামে গ্রা‌মে, পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে মাদক ব্যবসা — প্রশাসনের ভূমিকা প্রশ্ন‌বিদ্ধ ? রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব (পশ্চিমাঞ্চল)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ নিজ এলাকায় সম্বর্ধিত। আরব আমিরাতের দুবাইয়ে “বাংলাদেশের ফল উৎসব ২০২৫” অনুষ্ঠিত

বোয়ালখালীতে মোটরসাইকেল না পেয়ে অভিমানে বিষপান, দুইদিন পর তরুণের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে মোটর সাইকেল কিনে না দেওয়ায় অভিমানে বিষপানের দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় মো.সাইদুর রহমান সায়মন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সায়মনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সায়মন বোয়ালখালী পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বুদুরুছ চেয়ারম্যানের নতুন বাড়ীর মো.নাছেরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, সম্প্রতি ছেলেটার বাবা ধার দেনা শোধ করার জন্য অল্প কিছু জায়গা বিক্রি করেন। সেই টাকা থেকে মোটর সাইকেল কিনে দিতে বায়না ধরে সাইদুর রহমান সায়মন। মোটর সাইকেল কিনে না দেওয়ায় গত রবিবার সে বিষ পান করে।এরপর হাসপাতালে ভর্তি করলে সে কিছুটা সুস্থও হয়ে ওঠে। তাকে পানিসহ খাবার না দিতে বলা হয়েছিলো। তবে সেটি তারা মানেনি। ফলে সে আবারও অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়।

সায়মনের পিতা মো.নাছের জানান, গত রবিবার (২০ জুলাই) সকালে সায়মন বিষ পান করে অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন। ওইদিন চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার পাকস্থলী ওয়াশ করার পর রাতে রিলিজ দিলে বাড়ি নিয়ে আসা হয়।

গতকাল সোমবার (২১ জুলাই) রাতে হঠাৎ পায়খানা বমি শুরু হলে আবারও বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সায়মনকে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সায়মনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।

সায়মনের মা শেলি আকতার বলেন, এক ছেলে ও এক মেয়ের মধ্যে সায়মন বড়। সে অটোমোবাইল ওয়ার্কশপের কাজ শিখেছিলো। তার বাবা একটি ভবনের দারোয়ানের চাকরি করে ৪-৫ হাজার টাকা পান। এরমধ্যে সায়মন মোটর সাইকেল কিনে দেওয়ার বায়না ধরে। তাকে অনেক বুঝিয়েছিলাম। তার বাবার যে টাকা পায় তাতে ঠিক মতো সংসার চলে না, কি করে মোটর সাইকেল দিবো। ছেলে কথা শোনেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট