1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বোয়ালখালী প্যাথলজিতে স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রে উত্তরণের জন্য প্রয়োজন নির্বাচন-ইয়াছিন চৌধুরী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে বোয়ালখালীর প্রবাসী ইলিয়াসের মৃত্যু চাঁদাবাজির অভিযোগে বোয়ালখালীতে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ আবুধাবি যাওয়ার পথে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসীর মৃত্যু সিএমপি’র ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের অভিযানে ০২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ ০২(দুই) জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার চন্দ্রঘোনার গ্রামে গ্রা‌মে, পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে মাদক ব্যবসা — প্রশাসনের ভূমিকা প্রশ্ন‌বিদ্ধ ? রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব (পশ্চিমাঞ্চল)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ নিজ এলাকায় সম্বর্ধিত। আরব আমিরাতের দুবাইয়ে “বাংলাদেশের ফল উৎসব ২০২৫” অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বইয়ের প্রকাশনা উৎসব- ” প্রবাসেও লেখালেখির প্রতি ভালোবাসা থেমে থাকে না- এই সত্যের অনন্য উদাহরণ সাংবাদিক সাইফুল “

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

” প্রবাসজীবনের সীমাহীন ব্যস্ততার মাঝেও লেখালেখির প্রতি ভালোবাসা থেমে থাকে না—এই সত্যের অনন্য উদাহরণ সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার । সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এই সাংবাদিকের নতুন বই “এই ধরণীর পথে প্রান্তরে”-এর প্রকাশনা উৎসবে বক্তারা একথা বলেন।
সোমবার (২১ জুলাই) বিকেলে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এই আয়োজনে বইপ্রেমী মানুষের মিলনমেলা বসে।
প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন।
বিশেষ আলোচক ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার এবং খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং।

প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব।
বক্তারা বলেন “প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়। মরুপ্রান্তরের কর্মব্যস্ত জীবনের ফাঁকে কলম চালিয়ে সাইফুল ইসলাম তালুকদার সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর লেখা নিঃসন্দেহে পাঠকদের নতুন দিগন্তের সন্ধান দেবে। এই ধারাবাহিকতা বজায় রেখে তিনি আরও লিখবেন, এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জাহেদুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কথাসাহিত্যিক সৈয়্যদ মনজুর মোরশেদ, অধ্যাপক পুলক কুমার বড়ুয়া, অধ্যাপক জাহাঙ্গীর গনি, কবি ওবাইদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক, কবি, লেখক, শিল্প-সাহিত্যপ্রেমীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন:
রাঙ্গুনিয়ায় সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের বইয়ের প্রকাশনা উৎসবে সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইনসহ অতিথিবৃন্দ।

————

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট