জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাকে “গ” শ্রেণি থেকে “খ” শ্রেণিতে উন্নীতকরণ বিষয়ে সার্বিক তথ্যাদির সঠিকতা সরেজমিনে যাচাইকরণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার দোহাজারী পৌরসভা পরিদর্শন করেন।
গত বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌরসভার অবকাঠামো, সার্বিক কাযক্রম, আয়তন, জনসংখ্যা, সুযোগ-সুবিধা, জনবল, আয়তন, দোহাজারী সবজি ভান্ডারসহ বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন। এর উপর ভিত্তি করে দোহাজারী পৌরসভা “গ” থেকে “খ” শ্রেণিতে উন্নীত হওয়ার যোগ্য কিনা, তা সরেজমিনে যাচাই করেন যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব সুয়ে ম্যান জো, চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ডিপ্লোমেসি চাকমা, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিন, সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী যথাক্রমে তিলকানন্দ চাকমা, তন্ময় চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, ইন্সপেক্টর জমির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাগণ। পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন,
“দোহাজারী পৌরসভাকে ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীতকরণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে যে প্রস্তাবনা মন্ত্রণালয়ে গিয়েছে সেই প্রস্তাবনার সার্বিক তথ্যাদির সঠিকতা যাচাইকরণের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন। পৌরসভার আয়তন, জনংখ্যার পরিমাণ, পৌরসভার অর্থনৈতিক অবস্থা, নিজস্ব আয়, পৌরসভার অবকাঠামোগত সুবিধা, জনবল, তাদের দক্ষতা, পৌরসভার পরিকল্পনা, উন্নয়ন কার্যক্রমের সার্বিক তথ্যাদি পর্যালোচনা করে প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে দাখিল করবেন বলে জানান। প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় অনুমোদন দিলে শীঘ্রই দোহাজারী পৌরসভা ‘গ’ থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত হবে।