জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
আজ ১৯ জুলাই বিকালে বান্দরবান থেকে রাজনৈতিক দল এনসিপি পদযাত্রা শুরু করে রাতে চন্দনাইশ খাঁন হাটে পথ সভা করবেন বলে জানিয়েছেন এনসিপি নেতা আনাস মোহাম্মদ। তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,
এই পদযাত্রা কেবল একটি দলীয় কর্মসূচি নয় এটি আমাদের জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন। যারা বিগত সময়ে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন, যারা সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম করেছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নের একটি রাজনৈতিক অঙ্গীকার। এই পদযাত্রা সহনশীলতা, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে পরিচালনা করা হবে। তাদের লক্ষ্য সংঘাত নয়, বরং সংলাপ, ঐক্য, জনগণের শক্তির মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রের পথে যাত্রা। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করি, যাতে কোনো উস্কানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আমরা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারি। জনগণই আমাদের শক্তি, আমরা জনগণকে বলতে চাই, গোপালগঞ্জের ন্যায় অসহিষ্ণু পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেদিকে কঠোর দৃষ্টিপাত রাখবেন। আপনাদের সহযোগিতা আমাদের একমাত্র পাথেয়। এই পথচলায় আমরা আপনাদের পাশে চাই, সাংবাদিক সমাজ, সুশীল সমাজ, সাধারণ জনগণ, সবাই মিলে যেন আমরা একটি মানবিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্রের দিকে অগ্রসর হতে পারি। তারা আশা প্রকাশ করেন বিপুল পরিমান জন সমাবেশ হবে দক্ষিণ চট্টগ্রামে এই পথসভায়। ইনকিলাব জিন্দাবাদ বলে তিনি বক্তব্য শেষ করেন। সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি নেতা যথাক্রমে, মো. তৈয়ব আলী, আয়ুব মিয়াজী, ওবাইদুল হাসান ইমন, আবদু রাব্বি প্রমূখ।