রবিউল হাসান, নোয়াখালী:
নোয়াখালীর সোনাইমুড়ীতে গত বছরের ৫ আগস্টে থানা থেকে লুট হওয়া ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের দূর্গাদৌলতপুর গ্রামের আজগর আলী ব্যাপারী বাড়ির মসজিদের পাশের কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এ গুলি উদ্ধার করা হয়।
জানা যায়, অবৈধ অস্ত্র, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে সেনাবাহিনী সহ যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে এসআই (নিঃ) ইসরাফিল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে এ গুলি উদ্ধার করে। গত ০৫/০৮/২০২৪ তারিখে দুস্কৃতিকারীরা থানায় আক্রমন করে অস্ত্রাগার হতে ৭.৬২ চায়না রাইলেফের ০৮ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। যার জিডি নং- ৯৩২/২৫।
অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুকের সার্বিক দিক নির্দেশনায় এবং চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনীষ দাশের তত্ত্বাবধানে থানা হতে লুন্ঠিত অস্ত্র-গুলি সহ অবৈধ অস্ত্র-গুলি ও চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।