1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে সিরাজুল ইসলাম কলেজ ক্যাম্পাসের দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি সোনাইমুড়ীতে পুকুর থেকে উদ্ধার ১ ছাত্রের লাশ সোনাইমুড়ীতে বাস যাত্রীকে মারধরের ঘটনায় আটক ২ চন্দনাইশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসি’২৫: বোয়ালখালীতে শীর্ষে অভিজিৎ ঘোষ পটিয়ায় উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম গ্রেফতার বোয়ালখালীতে অনুমোদনহীন পণ্য বিক্রয়ের দায়ে দুই দোকানিকে জরিমানা কোনটি আগে——-নির্বাচন,বিচার ও সংস্কার গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল সাবেক এমপি পল্লীবন্ধু সৃতি পরিষদের উদ্যাগে এরশাদের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালন টরন্টোতে এমপিপি মেরি-মার্গারেট ম্যাকমাহনের সঙ্গে চসিক মেয়রের বৈঠক

সোনাইমুড়ীতে পুকুর থেকে উদ্ধার ১ ছাত্রের লাশ

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী:

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের তিন দিন পর ১ মাদরাসা ছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে পুলিশ। এসময় তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়।

বুধবার (১৬ জুলাই) সকালে সোনাইমুড়ী উপজেলার বরাগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাশিপুর গ্রামের রুহুল আমিন ড্রাইভারের পুকুর থেকে সাহাদাত হোসেন সজিব (১৪) নামের মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সজিব একই ইউনিয়নের কাশিপুর গ্রামের লস্কর বাড়ির মৃত শওকত আলীর ছেলে এবং স্থানীয় কাশিপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

এই ঘটনায় নিহতের সহপাঠী রণিকে (১৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সে একই মাদরাসা এবং একই বাড়ির মো. রুবেলের ছেলে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়ায় স্বজনরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৩ জুলাই) থেকে সজিব নিখোঁজ ছিল। তাদের বাড়ির সামনের একটি রিকশা গ্যারেজের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সজিব তার বাড়ির সামনে থেকে নৌকায় করে রনিসহ রুহুল আমিন ড্রাইভারের বাড়ির পাশের বাগানে বক পাখি ধরতে যায়। ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের যাওয়ার প্রায় পৌনে তিন ঘণ্টা পর কেবল রনি একাই ফিরে আসে, সজিব আর ফেরেনি। নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তারা দাবি করছে, সজিবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন এবং আটক রনির জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে বলে আশা করছে সবাই।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, একই বাড়ির দুই বন্ধু একসঙ্গে বাড়ির পাশের বাগানে বক ধরতে গিয়েছিল। রনি গাছে উঠলে সজিব গাছের নিচে দাঁড়িয়ে ছিল। এরপর রনি গাছ থেকে নেমে বাড়ি চলে এলেও সজিবকে খুঁজে না পাওয়ায় বিষয়টি তার পরিবারকে জানায়নি। নিহত সজিবের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে মাথায় বাড়ি দেওয়া হয়েছে। ১জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট