জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আখতার বলেছেন, অনারা বেগ্গুন কেন আছন ? অনেকক্ষণ বয় থাক্কুন, কষ্ট হইয়ি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা দিয়ে তিনি তাঁর বক্তব্য শুরু করেন। তিনি বলেন, গত বছর ১২ জুলাই ক্ষমতায় এসেছি, বেশি দিন নেই। কতটুকু কাজ করতে পারব জানিনা। তবে চেষ্টা করে যাচ্ছি, দেশের কল্যাণে কাজ করার জন্য। গত বছর ১৪ জুলাই তরুণেরাই সারা বাংলাদেশকে উত্তাল করে ফ্যাসিবাদী সরকারকে তাদের আন্দোলনের মাধ্যমে উৎখাত করেছে। সেই দিন আন্দোলনে মেয়েরা অনেক বেশি এগিয়ে এসেছিল। সেই ধারাবাহিকতাকে রক্ষা করে সংসগঠিত হওয়ার আহব্বান জানিয়ে আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তরুণদের আবার যেন প্রাণ দিতে না হয়, সেই জন্য কাজ করতে হবে। ফ্যাসিবাদ গেলেও সবকিছু এখনো ঠিক হয়নি। আমি আপনাদের চন্দনাইশের মেয়ে, আমার জন্ম এখানে। আমি এসে আমার দায়মা মালিকা বানুর খবর নিয়েছি, তিনি মারা গেছেন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করেছি, ড. মো. ইউনূস আমার শিক্ষক ছিলেন। যে উন্নয়নে মানুষ উপকৃত হবে না, সেইটা আমরা করব না। বিনা পুঁজিতে নকশার প্রবর্তনা, শৈষ্য প্রবর্তন, নষ্টছটা করে উদ্যোক্তা সৃষ্টি করেছি। ইচ্ছে ছিল, ঠিকে আছি হারিয়ে যায়নি। বিএসটিআই একটি বড় সমস্যা, এইখানে পরিবর্তন আনতে হবে। একজন কর্মকর্তা চন্দনাইশে ২৪ বছর চাকরি করেছেন মুরগি ও রেড চিটাগাং এর উপর গবেষণা মূলক কাজ করেছেন। বাংলাদেশ একটি প্রাণিসম্পদের দেশ হিসেবে সেরা। পার্বত্য জেলায় যে মুরগী উৎপাদন হয়, তা অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর। হালদা নদীতে মাছ শিকার হয় না, পোনা উৎপাদন হয়। সেখানে রুই, কাতলা, মৃগাল জাতীয় মাছের পোনা সংগ্রহ করে সারাদেশে উৎপাদন বৃদ্ধি করতে হবে। এই জন্য যুব সমাজকে উদ্যোক্তার ভূমিকা নিয়ে চন্দনাইশ তথা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। গতকাল ১২ জুলাই সকালে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে স্বপ্নবিলাস বিদ্যা নিকেতনের উদ্যোগে, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় তরুণদের দক্ষতা ও উন্নয়নের যাত্রা শীর্ষক “নবচিন্তা; সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার । উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাজিব হোসেনের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেন:- সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, অধ্যাপক ওমর ফারুক, এড. নাজিম উদ্দীন চৌধুরী, জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহব্বায়ক শাহজাদা হাসান আলী, জামায়াত নেতা ড. শাহাদাৎ হোসেন, চন্দনাইশ সমিতির সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা এম.এ হাশেম রাজু, টিকে গ্রুপের বিজনেস ডিরেক্টর মোফাচ্ছেল হক, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উদ্যোক্তা সাইফুদ্দীন। আলোচনায় অংশ নেন সংগঠনের পক্ষ থেকে, ফারুকুল ইসলাম, নুরুল কবির সোহেল, শাহরিয়ার তাসিন প্রমুখ।