বোয়ালখালী প্রতিনিধি:
জুলাই আন্দোলনের শহীদ ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছারের কবর জিয়ারত করেছেন বোয়ালখালী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান।
শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি উপজেলার আকুবদণ্ডী গ্রামের শহীদ ওমরের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ-খবর নেন ওসি।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বোয়ালখালী উপজেলার ছাত্র প্রতিনিধিরা। তারা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ওসি মো. লুৎফর রহমান বলেন, “এই শ্রদ্ধার্ঘ্য শুধু একজন শহীদের প্রতি সম্মানই নয় বরং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারের প্রতিফলন। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আমাদের সবাইকে বৈষম্য রোধে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।”
ছাত্র প্রতিনিধিদের মধ্যে ছিলেন নিভরাস, আরিফুস সাকিব যামিম, ফয়সাল রায়হান, আরিফুল ইসলাম, মোহিত, ফয়সাল নাহিন, আসিফ, রাব্বি, নজরুল, মেহেদী হাসান প্রমুখ।