মুহাম্মদ আকতার উদদীন
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে।
গত কাল দুপুর ১২ ঘটিকায় সাইফুল (২২) নামের এক যুবক শঙ্খ নদীতে লাকড়ি সংগ্রহ করতে নেমে নিখোঁজ হয়ে যান।
স্থানীয়দের মাধ্যমে পরের দিন খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় ধরে অভিযান চালালেও তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ সাইফুলের ভাই সংবাদমাধ্যমকে জানান,
“আমার ভাই অনেক ভালো ছিল। সবাইকে খুব ভালোবাসতো। গতকাল দুপুর বেলায় বন্ধুবান্ধব নিয়ে নদীতে গিয়েছিল, লাকড়ি সংগ্রহ করতে তারপর আর ফিরেনি। আপনারা সবাই দোয়া করবেন—আমার ভাইকে যেন ফিরে পাই।”
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে নদীর স্রোত ও অন্ধকারে অভিযান সম্পন্ন হয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করছেন এবং পরিবারের পাশে দাঁড়াচ্ছেন।