1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
“পথের শেষ নেই, চোখে ধরা প্রকৃতিই জীবনের আনন্দ—আজ আমার জন্মদিন” জাহাঙ্গীর আলম সন্ত্রাস ও চাঁদাবাজের বিএনপি করার অধিকার নেই। ব্যারিস্টার খোকন দোহাজারী দিয়াকুলে শঙ্খ নদীতে যুবক নিখোঁজ — উদ্ধারে ডুবুরি দল দিনভর চেষ্টা চালিয়েছে কবি ও লেখক মোহাম্মদ ইমাদ উদ্দিনকে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি পুরস্কার প্রদান নোয়াখালীতে দলিল জালিয়াতি করে নাম জারির সময় আটক ১ বোয়ালখালীতে এসএসসি পাসের হার কমলেও জিপিএ-৫ বেড়েছে পরিবেশ রক্ষায় বোয়ালখালীতে ধ্বংস ইউক্যালিপটাস-আকাশমণির  চারা ‎পটিয়ায় ‘জুলাই গণসমাবেশ’ ঘিরে উত্তেজনা, হুমকি-ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ‎ হারানো বিজ্ঞপ্তি: এসএসসি রেজাল্ট: কেউ হাসছে, কেউ কাঁদছে -মুহাম্মদ আকতার উদদীন

কবি ও লেখক মোহাম্মদ ইমাদ উদ্দিনকে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি পুরস্কার প্রদান

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম, ১১ জুলাই ২০২৫:
বাংলা ভাষা ও সাহিত্য সাধনায়, লেখা লেখি ও গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য কবি, প্রাবন্ধিক ও গবেষক মোহাম্মদ ইমাদ উদ্দিনকে “ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি পুরস্কার ২০২৫” প্রদান করা হয়েছে। আজ বিকেলে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা তার হাতে তুলে দেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ( সিএইচআরসি )’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সভাপতি বিশিষ্ট ইতিহাসবিদ সোহেল মোহাম্মদ ফখরুদ-দীন। গত সপ্তাহে চট্টগ্রাম নগরীর এশিয়ান এসআর হোটেলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ভাষাবিজ্ঞানী, জ্ঞানতাপস ও বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ্ (রাহ.)-এর স্মরণে বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের ষোড়শ জাতীয় সেমিনার ২০২৫ । অনুষ্ঠানে দেশের খ্যাতনামা গবেষক, লেখক ও ইতিহাসবিদগণ অংশগ্রহণ করেন। সেমিনারে চারজন বিশিষ্ট ব্যক্তিকে শহীদুল্লাহ্ স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয়। বিশেষ কারণে মোহাম্মদ ইমাদ উদ্দিন সেমিনারে উপস্থিত থাকতে না পারলেও আজ আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার ও সম্মানপত্র তুলে দেওয়া হয়। চন্দনাইশের কৃতীসন্তান মোহাম্মদ ইমাদ উদ্দিন বর্তমানে একজন তরুণ ব্যাংকার ও উন্নয়ন সংগঠক হিসেবে সুপরিচিত। তিনি বিশ্ববরেণ্য শিক্ষাবিদ ও মুহাদ্দিস, ঢাকা ও সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস অধ্যাপক আল্লামা ফখরুদ্দিন (রাহ.)-এর কনিষ্ঠ সন্তান। তাঁর সাহিত্যচর্চা ও গবেষণা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইমাদ উদ্দিন জানান, “এই পুরস্কার আমার সাহিত্য সাধনার অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি কৃতজ্ঞ ইতিহাস চর্চা পরিষদের প্রতি, যারা আমাকে এই সম্মাননায় ভূষিত করেছেন।” বাংলাদেশের সাহিত্য ও ইতিহাস চর্চায় তরুণ প্রজন্মের এমন সক্রিয় ভূমিকা প্রশংসিত হচ্ছে সর্বত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট