পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি গ্যাস ক্রস ফিলিং কারখানায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৫১২টি গ্যাস সিলিন্ডার ও বিপুল পরিমাণ ফিলিং সরঞ্জাম জব্দ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাত ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ নাইতপাড়ায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ায় অবস্থানরত সেনাবাহিনীর একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্য্যসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটির মালিক চন্দনাইশ উপজেলার আবদুর রহিম। তিনি দীর্ঘদিন ধরে গোপনে গ্যাস সিলিন্ডার পুনরায় ভরে বাজারজাত করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি সীমান্তবর্তী পটিয়ার মুজাফরাবাদ এলাকায় কারখানাটি গড়ে তোলেন।
অভিযানে পুরাতন ও ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ৫১২টি গ্যাস সিলিন্ডার ছাড়াও গ্যাস ফিলিংয়ের হাই-প্রেশার মেশিন, হোস পাইপ, ও অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কারখানার মালিক ও কোনো কর্মচারীকে আটক করা সম্ভব হয়নি।
এসআই সমীর ভট্টাচার্য বলেন, “অভিযানটি ছিল সম্পূর্ণ গোপনীয় এবং তাৎক্ষণিক। সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালিত হলেও, থানা পুলিশের একটি দল পুরো সময় মাঠে ছিল।”