জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
দোহাজারী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে চন্দনাইশ প্রেসক্লাবের উপহার সামগ্রী বিতরণ করা হয়। একটি পরিচ্ছন্ন পৌর শহর নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। পাশাপাশি দেশের সকল পর্যটক এই দোহাজারী পৌরসভা উপর দিয়ে যাতায়াত করেন। পৌর নাগরিকদের সুবিধার্থে পৌরশহরের বেশকিছু রাস্তা নতুন করে কার্পেটিং করা হয়েছে। ড্রেন গুলো পরিষ্কার করে বৃষ্টির পানি যাতে জমতে না পারে তা নিয়ে নিয়মিত কাজ করা হচ্ছে। সাঙ্গু নদীর সাথে সংযুক্ত অনেক গুলো ড্রেন ড্রেজার দিয়ে পরিষ্কার করার পাশাপাশি পানির স্বাভাবিক গতিপথ নিশ্চিত করতে সড়কের অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এতে নির্বিঘ্নে বৃষ্টির পানি সাঙ্গু নদীতে চলে যাচ্ছে। এর সুফলটাও চলমান বর্ষায় ইতিমধ্যে পৌরবাসী পাচ্ছেন বলেই অনেকে সরাসরি ফোন করে উচ্ছ্বাস প্রকাশ করছেন। ১ জুলাই মঙ্গলবার দুপুরে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে চন্দনাইশ প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিন, চন্দনাইশ প্রেসক্লাবের আহবায়ক মাওলানা মো. মোজাহেরুল কাদের, সদস্য সচিব সৈকত দাশ ইমন, সদস্য মো. শহীদুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. তারেক, নয়ন দাশ প্রমুখ।