1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক সেবনে বাধা দেওয়ায় বোয়ালখালীতে যুবককে মারধর বোয়ালখালীতে অনিয়মে তিন ক্লিনিককে জরিমানা, একটি সিলগালা পটিয়ায় চুরির দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ চোর উদ্ধার স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা বোয়ালখালীতে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা পটিয়ায় গ্রাম আদালতের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির একাংশের বিক্ষোভ পটিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক মামলার আসামির আত্মসমর্পণ বোয়ালখালীতে রেমিট্যান্স দিবস পালন প্রবাসীদের অবদান অর্থনীতির চালিকাশক্তি বোয়ালখালী পৌরসভার ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা বোয়ালখালীতে মাদক বিক্রেতা গ্রেপ্তার সোনাইমুড়ীতে জাল স্বাক্ষরে ৪ জন কারাগারে

পটিয়ায় চুরির দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ চোর উদ্ধার স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

ইমরান হোসেন মুন্না : চট্টগ্রামের পটিয়ায় দুবাই প্রবাসীর বাসায় সংঘটিত চুরির ঘটনায় মাত্র দুই ঘণ্টার মধ্যে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মোবাইল ফোন।

থানা সূত্রে জানা গেছে, গত ২৯ জুন দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ৬টার মধ্যে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের চাপড়ী এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ হেলাল (৪১) এর বাসায় চুরির ঘটনা ঘটে। চোরেরা তার ঘর থেকে প্রায় ৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার, ১ লাখ ৫০ হাজার টাকা, দুবাইয়ের ৫ হাজার দিরহাম এবং ৩টি স্মার্টফোন নিয়ে যায়। একই রাতে পাশের বাড়ি নুর আহম্মদ (৫৯) এর ঘর থেকেও ৪ লাখ ১০ হাজার টাকার স্বর্ণালঙ্কার, নগদ ১০ হাজার টাকা এবং ৩টি মোবাইল চুরি হয়।

ঘটনার পরপরই মোহাম্মদ হেলাল পটিয়া থানায় মামলা দায়ের করেন। তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান শুরু করে।

মাত্র দুই ঘণ্টার মধ্যে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. আব্দুল বাতেন ও তার  সঙ্গীয়  ফোর্স এ এস আই শিমুল  অভিযান চালিয়ে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন নুরুল হাকিম শুভ (২৫), রিয়াজুর রহমান নিক্সন (২৪) এবং মো. এরশাদ হোসেন (২০)। তারা সবাই কুসুমপুরা ইউনিয়নের বাসিন্দা।

অভিযানে তাদের হেফাজত থেকে একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, ৪টি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট