1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক সেবনে বাধা দেওয়ায় বোয়ালখালীতে যুবককে মারধর বোয়ালখালীতে অনিয়মে তিন ক্লিনিককে জরিমানা, একটি সিলগালা পটিয়ায় চুরির দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ চোর উদ্ধার স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা বোয়ালখালীতে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা পটিয়ায় গ্রাম আদালতের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির একাংশের বিক্ষোভ পটিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক মামলার আসামির আত্মসমর্পণ বোয়ালখালীতে রেমিট্যান্স দিবস পালন প্রবাসীদের অবদান অর্থনীতির চালিকাশক্তি বোয়ালখালী পৌরসভার ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা বোয়ালখালীতে মাদক বিক্রেতা গ্রেপ্তার সোনাইমুড়ীতে জাল স্বাক্ষরে ৪ জন কারাগারে

বোয়ালখালীতে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় চট্টগ্রামের বোয়ালখালীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহমত উল্লাহ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা প্রণব চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান মো. মোর্শেদ ও উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থী চারটি করে নিম, কদবেল, জাম ও কাঠালের চারা পায়।

ইউএনও মো. রহমত উল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং কৃষির প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ।’ তিনি আরও বলেন, ‘প্রতিটি শিক্ষার্থী যেন এই গাছগুলো সঠিকভাবে রোপণ করে পরিচর্যা করে, তাতে করে ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবে।’

কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, ‘বনায়ন ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে পরিবার ও সমাজে সচেতনতা তৈরি হবে। এটি শুধু বৃক্ষরোপণ নয়, বরং প্রজন্মকে পরিবেশবান্ধব করে গড়ে তোলার প্রয়াস।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট