1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব চন্দনাইশ গাছবাড়িয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নিবার্চন সম্পন্ন- সভাপতি নজরুল ইসলাম আবদুল, সাধারণ সম্পাদক মো. আবু ছৈয়দ চৌধুরী চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সম্পাদক মো. সবুজ বোয়ালখালীতে সুলভ মূল্য সিলিন্ডার গ্যাস বিক্রয় করবে প্রশাসন নোয়াখালীতে ২ স্কুলে চুরির ঘটনা ঘটেছে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার বোয়ালখালীতে দুই দিনব্যাপী ওরসে গাউসুল আজম দস্তগীর ও মিলাদ মাহফিল সম্পন্ন ২৯জন শিক্ষার্থীকে সৈয়দ জিয়াউল মাইজভান্ডারি ট্রাস্টের মেধাবৃক্তি প্রদান  পটিয়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে পটিয়া সিটি আইডিয়াল স্কুলের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়ায় বাস-বাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন।

পটিয়ায় সুচক্রদন্ডী জগন্নাথ ধামে রথযাত্রা উৎসব পালিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান পরম শ্রী শ্রী জগন্নাথ দেবের নয় দিন ব্যাপী মহা রথযাত্রা উৎসব শুক্রবার(২৭শে জুন) থেকে দিনব্যাপী ভাবগাম্বীর্য্যে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শুরু হয়েছে।সনাতন ধর্মাবলম্বীদের ভাগবতীয় ভক্তিমার্গ শাস্ত্রে জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর।তাই অনাথের নাথ শ্রী শ্রী জগন্নাথ দেব হচ্ছে জগতের ঈশ্বর।আরাধনার মাধ্যমে তাঁর দর্শন ও মহা রথযাত্রায় পরম রথের রশি ঠেনে আশীর্বাদপুষ্ট হলে মানুষের পূর্ণ্যলাভ হয়।এই ভাবধারায় ধর্মীয় শাস্ত্রের বিধি-বিধান অনুস্মররন এবং মেনে বিশেষ ধর্মীয় সূচীর আয়োজনে এই রথযাত্রার দিবসটির নানান অনুষ্টানের মধ্য দিয়ে পালন করেন সনাতনী ধর্মপ্রান স্বধর্ম পিপাসু ভক্তরা।শ্রীশ্রী জগন্নাথ দেব ধামের স্হাপিত মন্দিরের এসব অনুষ্টান শেষে স্হান ত্যাগ করে রথযাত্রায় গমন করেন মাসির বাড়ী চলে যান পরম জগন্নাথদেব।সেখান থেকে নয় যাপন শেষে উল্টে রথযাত্রায় পু:নরায় ফিরে আসেন স্হায়ী সমাসীন জগন্নাথ মন্দিরে।এই রথযাত্রায় উপলক্ষে পটিয়া উপজেলার ঐতির্য্যবাহী সুচক্রদন্ডী মিলন মন্দির সমিতির উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথ ধাম অঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেব,বলভদ্র,শুভদ্রার পূজা,মঙ্গল আরতি, শ্রীমদ্ভগবদগীতা পাঠ,ভোগারতি, দুপুরে শ্রীশ্রী জগন্নাথ দেব রথে আরোহন,আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরন শেষে বর্ণাঢ্য রথ শোভাযাত্রা পটিয়া পৌর সদর প্রধান সড়ক হয়ে এ এলাকার বিশিষ্ট সমাজসেবক ও জগন্নাথ ভক্ত বাবু প্রদীপ বিশ্বাসের বাড়ীর মাসির বাড়ী খ্যাত মন্দিরে স্হানান্তরিত হন পরম জগন্নাথ দেব।
এতে অনুষ্টান পরিচালনায় ছিলেন রথযাত্রা উৎসব কমিটি-২০২৫ এর সভাপতি দেবাশীষ দে লিটন,সাধারন সম্পাদক রন্টু দে,অর্থ সম্পাদক অনিক দে ও শুভ দে।বিনম্ব্র চিওে ভক্ত সমাগম নিবেদনে ছিলেন প্রধান উপদেষ্টা বাবু হরিপদ দে,সভাপতি বিশিষ্ট সমাজসবক বাবু প্রদীপ বিশ্বাস,সাধারন সম্পাদক বাবু পলাশ দে,অর্থ সম্পাদক অরজিৎ দে সাজু।আরো উপস্হিত ছিলেন সুচক্রদন্ডী মিলন মন্দির সমিথি কার্যকরী পরিষদের উপদেষ্টা স্বপন বিশ্বাস,সভাপতি সন্জীব দে জনি,সাধারন সম্পাদক সুমন দে,হিসাব রক্ষক মিশু দে প্রমুখ।
উল্লেখ্য এ মহতী অনুষ্টান ঘিরে দুর-দুরান্ত থেকে আগত প্রায় দশ হাজারের উর্ধ্বে ধর্মপ্রান ভক্ত সমাগমে উপচে পড়া ভিড়ে সুচক্রদন্ডী জগন্নাথ ধাম অঙ্গন ও আশে পাশে এলাকা হয়ে উঠে এক মহান বৃন্দাবন ধামের ন্যায় পরিণত হয়,এ মর্মে সরেজমিন জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট