1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব চন্দনাইশ গাছবাড়িয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নিবার্চন সম্পন্ন- সভাপতি নজরুল ইসলাম আবদুল, সাধারণ সম্পাদক মো. আবু ছৈয়দ চৌধুরী চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সম্পাদক মো. সবুজ বোয়ালখালীতে সুলভ মূল্য সিলিন্ডার গ্যাস বিক্রয় করবে প্রশাসন নোয়াখালীতে ২ স্কুলে চুরির ঘটনা ঘটেছে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার বোয়ালখালীতে দুই দিনব্যাপী ওরসে গাউসুল আজম দস্তগীর ও মিলাদ মাহফিল সম্পন্ন ২৯জন শিক্ষার্থীকে সৈয়দ জিয়াউল মাইজভান্ডারি ট্রাস্টের মেধাবৃক্তি প্রদান  পটিয়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে পটিয়া সিটি আইডিয়াল স্কুলের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়ায় বাস-বাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন।

জমিয়তুল ফালাহ জামে মসজিদের সৌন্দর্যবর্ধন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন,

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর স্মৃতিধন্য চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র জমিয়তুল ফালাহ জাতীয় জামে মসজিদকে আরও দৃষ্টিনন্দন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার সিটি কর্পোরেশন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও ৪০তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল উপলক্ষে আয়োজিত যৌথ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, জমিয়তুল ফালাহ মসজিদে প্রতি বছর ঈদের প্রধান জামাতসহ বহু বড় বড় ইসলামি আয়োজন হয়। এই মসজিদ যদি দৃষ্টিনন্দন না হয়, তাহলে আমাদের চট্টগ্রাম শহরের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়। কাজেই এটি শুধুই একটি ধর্মীয় বিষয় না, এটা শহরের মর্যাদারও বিষয়। আমরা মসজিদের সৌন্দর্যবর্ধনে দ্রুত কাজ শুরু করবো,
মসজিদের জন্য মিনার নির্মাণ করব।

মেয়র আরো বলেন, পবিত্র মহররম উপলক্ষে ৪০তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শুরু হবে আগামী ২৭ জুন (১ মহররম) থেকে এবং চলবে ৬ জুলাই (১০ মহররম) পর্যন্ত। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগে যেমন সাহায্য করেছি, এবারও সার্বিক সহযোগিতা থাকবে, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, মসজিদসংলগ্ন এলাকাকে অপরাধমুক্ত রাখতে সেখানে একটি পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেখানে কিশোর গ্যাংয়ের আসর বসে, গাঁজা সেবন করে, সন্ত্রাসী কার্যকলাপ হয়—এসব বন্ধ করতে চাই। পার্ক বানিয়ে সেখানে মুসল্লিরা হাঁটতে পারবে, সাধারণ মানুষও বসতে পারবে।”

সভায় আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নছরুল কদির, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, পিএইচপি’র ডিরেক্টর মোহাম্মদ আলী হোসেন সোহাগ, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন এবং শাহ আলম, প্রকৌশলী মো: ইকবাল করিম, চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের কার্যকরী পরিষদের সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও মোহাম্মদ রেজাউল করিম আজাদ, মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট এম. এ হামিদ, ড. মোহাম্মদ জাফর উল্লাহ, সালামত উল্লাহ, জসিম উদ্দিন হিমেল, মুসল্লি কমিটির ভাইস প্রেসিডেন্ট কমান্ডার শাহবুদ্দিন আহম্মদ, শাহাদাত কারবালা মাহফিল পরিষদের সহ-সভাপতি মো: সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনসুর সিকদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট