1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক হানিফের পিতার মৃত্যুতে সোনাইমুড়ী প্রেসক্লাবের শোকসভা অনুষ্ঠিত বোয়ালখালীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ  আহত চট্টগ্রামের পটিয়াস্থ তারতীলুল কুরআন আজিজিয়া মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আনন্দ ভ্রমণ কধুরখীল বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক মতবিনিময় মন্দির ফটকের তালা ভেঙে বোয়ালখালীতে অটোরিকশা চুরি লায়ন্স ক্লাব অব চিটাগাং শতাব্দীর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও জন্মবার্ষিকী উদযাপন বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন দোকানিকে জরিমানা জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় পটিয়ার কচুয়াই  একতা সংঘে  ফুটবল প্রদান করলেন যুবদল  নেতা শেখ জাহাঙ্গীর আলম বিশ্বাসঘাতকতা ও প্রতারণার ফাঁদে কোটি টাকার ক্ষতি: প্রবাসীর আহাজারি

সমৃদ্ধ পটিয়ার স্বপ্নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত নেতৃবৃন্দের

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ইমরান হোসেন মুন্না পটিয়া প্রতিনিধি : “আগামীর পটিয়া হবে সুন্দর, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক”এই প্রত্যয় নিয়েই চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী আহ্বান জানিয়েছেন সর্বস্তরের জনগণের প্রতি। তিনি বলেন, “এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সম্মিলিত উদ্যোগ ও ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।”

পটিয়া পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে ১০ই জুন মঙ্গলবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর সহযোগী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “১৯৯০ সালের আন্দোলনে হাজারো ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা পেয়েছি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। অথচ বিগত তিনটি জাতীয় নির্বাচনে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণ এখন সুষ্ঠু নির্বাচনের জন্য উন্মুখ। জামায়াতে ইসলামী সেই ন্যায়ের সংগ্রামে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে।”

নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব থাকবে না এটা আমাদের প্রত্যাশা। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন পূর্বেই সমতল মাঠ তৈরি করতে হবে, যাতে সব পক্ষ সমান সুযোগ পায়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর জসিম উদ্দিন, এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আনোয়ার হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আসনে জামায়াতের প্রার্থী ডা. ফরিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুয়েটের অধ্যাপক ড. ফখরুল ইসলাম,দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মো. নুরুল্লাহ,শিক্ষা সম্পাদক ইসমাঈল হক্কানী,একর্ড হোল্ডিংয়ের চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দীন,মহানগরী ব্যাংকার্স থানার নায়েবে আমীর আকতার হোসেন,আহমেদুর রহমান,কালারপোল থানা আমীর মাষ্টার মো. নাছির,উপজেলার নায়েবে আমীর সাদেক হোসেন ও হাসমত আলী।

পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন আয়াজ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দের সরল উপস্থিতি ও বক্তব্যে ফুটে উঠেছে একটি নতুন, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী সমাজ গঠনের প্রত্যয়। পুরো অনুষ্ঠানজুড়ে ‘দাড়িপাল্লা’ প্রতীক ফিরে পাওয়ার উদ্দীপনায় মুখরিত ছিল কমিউনিটি সেন্টার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট