1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

চন্দনাইশে ১৫ জন জেলেদের মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে চন্দনাইশ উপজেলায় ১৫ জন জেলেদের মাঝে ছাগল ও ছাগল লালন পালনের জন্য বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
২ জুন (সোমবার) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো.ফয়সাল, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ন. ম সালেহ্ উদ্দীন প্রমুখ।
উল্লেখ্য, প্রতিজন জেলেদের মাঝে ২টি ব্ল্যাক বেঙ্গল জাতের স্ত্রী ছাগল, ৭৫ কেজি দানাদার পিলেট খাদ্য, ১ কেজি মিল্ক রিপ্লেসার, ১ কেজি ডিবি ভিটামিন, ২ লিটার লিভার টনিক এবং ১ বক্স ক্রিমির ট্যাবলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথি বৃন্দ আশা করেন যে, জেলেরা উক্ত ছাগল নিয়ে সঠিকভাবে লালন পালন করতে পারলে মাছ আহরণের পাশা-পাশি বিকল্প একটা আয়ের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট