1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে,চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন ওসমান হাদিকে গুলির ঘটনায় বিএনপির বিক্ষোভ মিছিলে ডা. শাহাদাত হোসেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে।

চন্দনাইশে এনসিপি’র পথসভায় হাসনাত আবদুল্লাহ নেতা নির্ভর না হয়ে নীতি নির্ভর সমাজ গঠন করতে হবে

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি:-
নবগঠিত রাজনৈতিক দল এনসিপি’র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকারি যে কোন দপ্তরে কাজ করতে গেলে টাকা দিতে হয়। আপনার সন্তানকে নেতার পিছনে ঘুরা বন্ধ করেন। আমাদের দেশের নেতাদের ছেলে-মেয়েরা বিদেশে পড়ালেখা করে, পরে তারা দেশে এসে আবার নেতৃত্ব দেয়। আমাদের দেশে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। আমাদেরও কিছু দায়িত্ব আছে। ভোটের আগের রাতে ৫’শ বা ১ হাজার টাকায় ভোট বিক্রি করলে আগামী ৫ বছরের জন্য আমাদেরকে দায়ভার নিতে হবে। নেতার যে দূর্নীতি হবে, তাতে আপনি কিছু বলতে পারবেন না। নেতারা হচ্ছে আমাদের গোলাম, আপনি হচ্ছেন নেতার কর্তা। যদি নেতার কাছ থেকে টাকা চান তখন আপনি আর কর্তা থাকেন না। তাই আমাদেরও দায়িত্ব রয়েছে। আমাদের আমানত ভোট বিক্রি করব না। দেশের প্রশাসক, আমলাদের আমাদের সেবা দেয়ার জন্য রাখা হয়েছে। কিন্তু তারা সেবা উৎপাদন করে তাদের পরিবারের জন্য কাজ করে। তাই কোন সরকারি চাকুরীজীবী সরকারি কোন প্রতিষ্ঠান থেকে সেবা নেয় না। নেতা নির্ভর না হয়ে নীতি নির্ভর সমাজ গঠন করতে হবে। জনগণের উপর নার্য্য দায়িত্ব পালনে মৃত্যু ছাড়া আমাদেরকে কেউ ফেরাতে পারবে না। নতুন রাজনৈতিক দল করতে হয়েছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য। সংস্কার, আহত ও শহীদদের বিচার নিশ্চিত করে স্থানীয় সরকার নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। এ সময় তারা চন্দনাইশের সন্তান কেন্দ্রীয় নেতা শাহজাদা হাসান আলীকে চন্দনাইশের নেতা হিসেবে পরিচয় করিয়ে দেন। গতকাল ২৫ মে বিকালে ৪টি মিনি ট্রাক নিয়ে বহরটি দোহাজারী সদরে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নবগঠিত রাজনৈতিক দল এনসিপি’র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহবায়ক শাহজাদা হাসান আলী, দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক মো. তৌহিদ সাঈদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট