1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে,চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন ওসমান হাদিকে গুলির ঘটনায় বিএনপির বিক্ষোভ মিছিলে ডা. শাহাদাত হোসেন 

আমাদের একটি নতুন সংবিধান লাগবে—ডা. তাসনিম জারা

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় দায়ী সংবিধানকে আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, জনগণের সহযোগিতায় এনসিপি বাংলাদেশকে পরিবর্তন করবেই।

রোববার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতল চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

ডা. তাসনিম জারা বলেন, “কোনো স্বাধীন রাষ্ট্র এভাবে খুন করতে পারে না। রাষ্ট্রের কোনো বাহিনী মানুষ হত্যা করতে পারে না। আমরা সেই ভয়াবহ বাংলাদেশে ফিরে যেতে চাই না। বছরের পর বছর গুম-খুনের ঘটনা ঘটেছে, বিচার হয়নি। এই সংবিধানের অধীনেই এসব হয়েছে—এই সংবিধান আমাদের আর দরকার নেই। আমাদের একটি নতুন সংবিধান লাগবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ বদলাবে। এই বাংলাদেশ আর ফিরে যাবে না সেই জুলাই-আগস্টের বিধ্বংসী দিনে। এনসিপিকে সঙ্গে নিয়ে জনগণের সহযোগিতায় আমরা এই বাংলাদেশ পরিবর্তন করে ছাড়ব।”

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “পৃথিবীর আর কোথাও নজির নেই—ক্ষমতা টিকিয়ে রাখতে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করার। শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা কখনোই চাই না রাষ্ট্রীয় বাহিনী বা বিচার বিভাগকে ক্ষমতা রক্ষার অস্ত্র হিসেবে ব্যবহার করা হোক।”

তিনি আরও বলেন, “আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ গড়তে বোয়ালখালীবাসীর সঙ্গে এনসিপির দীর্ঘ পথচলা হোক।”

এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক, সংগঠক নাজমুস সাকিব তামিম, আরিফুস সাকিব যামিম, ফয়সাল উদ্দিন রায়হান, আরিফুল ইসলাম, ওবায়দুল মোস্তফা মাহির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট