চট্টগ্রামে প্রতিষ্ঠিত হতে যাওয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য ২৩ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে নগরীর সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালামের হাতে জমির নিবন্ধিত দলিল হস্তান্তর করেন।
ফাউন্ডেশন সূত্র জানায়, পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় আন্তর্জাতিক মানের এই হৃদরোগ বিশেষায়িত হাসপাতালটি নির্মিত হবে। দীর্ঘদিনের দাবির পর অবশেষে জমি বরাদ্দের মধ্য দিয়ে প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হলো।
অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।