মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ
ঢাকা-বেইজিং কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের চিকিৎসা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে ৩টি হাসপাতাল উপহার দেওয়ার যে ঘোষণা দিয়েছেন তার একটি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্মাণের দাবি জানিয়েছেন রাঙ্গুনিয়াাবাসি।
এ উপলক্ষে জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৮ এপ্রিল সোমবার দুপুরে পদযাত্রা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইফতেখার উদ্দিন রুবেল এর উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হাজী মোরশেদ আলম, জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম,তথ্য সম্পাদক ইন্জিনিয়ার কাজী রাশদে সৌদি আরব দাম্মাম প্রাদেশিক বিএনপির সহ সাধারণ সম্পাদক সেকান্দর আলী পিয়ারু,বিএনপি নেতা শামসুল আলম,বিএনপি নেতা মো: নাইম,বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম ওমানের সভাপতি মোহাম্মদ সেলিম, সামশুল হক মেম্বার, পৌরসভা যুবনেতা নেতা নেজাম আত্তারি, হাছান তালুকদার,মো: মনসুর, সালাউদ্দিন কামাল, আবু তাহের,মামুন, আকবর আলী, ইব্রাহিম সাগর, শাহাদাত হোসেন রকি, মিনার, লোকমান, সাবের, মুন্না, জয়নাল, আমান,মাওলানা এনামুল হক, রাশেদ শিকদার, ওসমান সিকদার, শফিউল বাচা, মিজানুর রহমান,ফজলুল করিম ফজলু, তারেক চৌধুরী, রাগিব, সেলিম,ফারুক সহ বিভিন্ন ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জিয়া মঞ্চ নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, চীনের প্রতিশ্রুত এক হাজার শয্যার হাসপাতালটি রাঙ্গুনিয়ার আমিরাতের প্রাক্তন আমির নাহিয়নকে নামমাত্র মুল্যে উপহার দেওয়া ১১০ একর জায়গায় কিংবা চন্দ্রঘোনার চাষী ফার্মের ১২০ একর জায়গায় কিংবা বেতাগীে রওশন পল্লীর মতো পরিত্যক্ত জায়গায় নির্মাণের দাবি জানান।
বক্তারা বলেন, চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানের দিক থেকেও রাঙ্গুনিয়া উপজেলা অত্যন্ত সুবিধাজনক স্থানে অবস্থিত। রাঙ্গুনিয়ার সাথে ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এবং কক্সবাজার জেলার সড়কপথ, নৌপথ এবং আকাশপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এ এলাকায় হাসপাতালটি নির্মিত হলে চট্টগ্রাম বিভাগের আধুনিক চিকিৎসা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী
এখানে এসে অতি সহজে চিকিৎসাসেবা নিতে পারবেন।