জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য চন্দনাইশ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৩ বছরের কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মো. শাহাবুদ্দীন শামীম। গত ২৪ এপ্রিল ২০২৫-২৭ পরিষদের ৬ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন চেয়ারম্যান খন্দকার এম.এ হেলাল (সিআইপি), প্রধান সমন্বয়ক মো. শিবলী নোমান রিফাত, সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. হুজাইফা আদেশ, অতিরিক্ত সাধারণ সম্পাদক জামসেদ আহমদ কবির, সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দীন তানিমের নাম ঘোষণা করা হয়। উল্লেখিত কমিটির সদস্যরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে চন্দনাইশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তাদের কর্মকান্ড শুরু করার অনুরোধ জানান।