1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :

ঢাকায় আল্লামা সেহাব উদ্দীন খালেদ (রহ.) স্মরণে কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:

আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া আহলা দরবার শরিফ, বোয়ালখালী-এর উদ্যোগে হাদীয়ে জামান পীরে তরিকত আল্লামা সেহাব উদ্দীন খালেদ (রহ.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৯এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর ঢাকা প্রেস ক্লাবস্থ বিএমএ অডিটরিয়ামে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

আহলা দরবার শরিফের সাজ্জাদানশীন পীরে তরিকত শাহসুফি মাওলানা সৈয়দ আবরার ইবনে সেহাব আল কাদেরী আল চিশতী (মা.জি.আ) এর সভাপতিত্বে, কাজী মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরীর সঞ্চালনায়, আয়োজিত এ কনফারেন্সে বক্তারা বলেন, “আল্লামা সেহাব উদ্দীন খালেদ (রহ.) ছিলেন এক অনন্য ইসলামী চিন্তাবিদ, যিনি দ্বীন ও সুন্নিয়তের খেদমতে আজীবন আত্মনিয়োগ করেছিলেন। তাঁর সাহসী নেতৃত্ব, উদারতা, এবং সমাজসেবামূলক কাজ আজও সকলের হৃদয়ে চিরস্মরণীয়।”

বক্তারা ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলি বর্বরতা ও গণহত্যার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তাঁরা ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, “সব দেশকে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের বলয় গড়ে তুলতে হবে।”

সভাপতির বক্তব্যে শাহসুফি সৈয়দ আবরার ইবনে সেহাব বলেন, “আল্লামা শাহসুফি সেহাব উদ্দীন খালেদ (রহ.) দ্বীন, সুন্নিয়ত ও তরিকতের সাংগঠনিক বিকাশে যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। আহলা দরবার শরিফ তাঁর আদর্শ ও নির্দেশনা অনুসরণ করেই সমাজে খেদমতের ধারা অব্যাহত রেখেছে।”

কনফারেন্সে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী (চেয়ারম্যান, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ),
অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী,প্রফেসর আল্লামা ড.আব্দুল্লাহ আল মারুফ,মুফতি কাজী আব্দুল আলিম রিজভী,মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল আজহারী,মুফতি ইব্রাহিম আলকাদেরী,মুফতি মাহমুদুল হাসান আল কাদেরী,হাফেয মুফতি মুহাম্মদ মাসউদ রিজভী,আল্লামা গোলাম মোস্তফা মুহাম্মদ শায়েস্তা খান আল আজহারী,মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন চিশতী।

সভায় আসন্ন ২৬ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আহবানে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে বিশাল জনসমাবেশে সকলকে নিজ নিজ অবস্থান থেকে হাজির হওয়ার জন্য আহবান জানানো হয়।

কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক দ্বীনদার, সুন্নী ও তরিকতপন্থি জনতা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট