বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে কর্ণফুলী নদীতে একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত এ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী পরিচালিত অভিযানে জব্দ করা হয় ২টি বেহুন্দি জাল, প্রায় ৩,০০০ মিটার কারেন্ট জাল এবং ২টি বৃহদাকার চরঘেরা জাল। পরে এসব জাল স্থানীয় জনতার সামনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। এতে সহায়তা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান এবং বোয়ালখালী থানা পুলিশের একটি দল।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, নদী ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী বেহুন্দি জাল, কারেন্ট জাল এবং বৃহদাকার চরঘেরা জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।