1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা নোয়াখালীতে রেলপথ অবরোধ করেছে সাধারণ জনগণ মুফতি গিয়াস উদ্দীন তাহেরীকে সংবর্ধনা চন্দনাইশে আল্লামা নূরী মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী সভায় মাও. আবুল কাসেম নূরী বাকলিয়ায় জোড়া খুনের প্রধান আসামি অস্ত্রসহ গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় রাইফেল ও ৬টি ওয়ান শ্যুটার গান এবং ১টি মাইক্রোবাস উদ্ধারসহ ২ জন আসামী গ্রেফতার। চট্টগ্রামে বিটিবির প্রোগ্রামের অভিমত: পর্যটনে অমিত সম্ভাবনার চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রাম এখনো আটকে আছে নানা সমস্যা ও সীমাবদ্ধতার জটিল জালে। পটিয়ার ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণ মিলনী অনুষ্ঠান আগামী ১০ জুন

বোয়ালখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি: নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে এক প্রবাসীর পাকা ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণ লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে আকলিয়া গ্রামের ডিপটিউবওয়েলের পাশে রিটন মেম্বারের নতুন বাড়িতে সংঘটিত হয়েছে ভয়াবহ এ ডাকাতির ঘটনা।

ভুক্তভোগী পরিবার জানায়, সৌদি প্রবাসী শাহাদাত হোসেনের স্ত্রী তানজিনা আক্তার তুহিন ও তাদের তিন সন্তান ওই সময় বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ করে ৬ থেকে ৭ জনের একদল অস্ত্রধারী ডাকাত কাঠের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। দেশীয় অস্ত্র, লোহার রড, ছুরি ও খন্তা দিয়ে ভয় দেখিয়ে তারা আলমারির চাবি আদায় করে নেয়। এরপর পরিবারের সদস্যদের হাত বেঁধে ওয়াশরুমে আটকে রেখে ঘরে তল্লাশি চালায় এবং তছনছ করে ঘরে থাকা সকল জিনিসপত্র।

ডাকাতরা ঘরের আলমারি ও ওয়ারড্রোব ভেঙে ভেতরে থাকা প্রায় ২ লাখ টাকা এবং আনুমানিক ২৫-৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। একইসঙ্গে তারা একটি নোকিয়া বাটন ফোন ও সিমকার্ডও নিয়ে যায়।

তানজিনা আক্তার তুহিন জানান, “ডাকাত দল চলে যাওয়ার সময় হুমকি দেয়, যদি কাউকে জানানো হয় বা মামলা করা হয়, তাহলে প্রাণে মেরে ফেলা হবে।” ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা ওয়াশরুম থেকে দরজা ভেঙে কষ্ট করে বের হয়ে আসে।

ডাকাত দলের সদস্যদের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, কারো পরনে ছিল শুধু লুঙ্গি, আরেকজনের লুঙ্গি ও লাল চেক শার্ট, একজনের গায়ে ছিল কালো টি-শার্ট ও কালো ট্রাউজার এবং তার বাম বাহুতে ছিল একটি সাপের ট্যাটু। অপর একজনের মুখে ছিল মাস্ক এবং পরনে কালো প্যান্ট ও টি-শার্ট।

ঘটনার খবর পেয়ে সকালে স্থানীয় ইউপি সদস্য বাপ্পা দে ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, “ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছি। ডাকাত দলের সংখ্যা ছিল ৬ থেকে ৭ জন। তারা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল ইসলাম জানান, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট