1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুদ্ধ বন্ধের আহ্বান চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ

সোনাইমুড়ীতে প্রবাসীর জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

রবিউল হাসান, সোনাইমুড়ী (নোয়াখালী):

নোয়াখালীর সোনাইমুড়ীতে ভাতিজা আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে প্রবাসী চাচার জমি দখল, হামলা ও প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ইতালি প্রবাসী চাচা জাকির হোসেন।

বুধবার (২৬ মার্চ) বিকাল ৩ টায় সোনাইমুড়ী প্রেসক্লাবে ইতালি প্রবাসী জাকির হোসেন সংবাদ সম্মেলন করা কালে উপস্থিত ছিলেন তার ভাতিজা সাইফুল ইসলাম লাভলু, স্ত্রী তাহেরা আক্তার ও তার ছোট ভাই আবুল হোসেন খোকন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসী জানান, তার বয়স ৬৩ বছর। দীর্ঘ বছর ধরে তিনি ইতালিতে রয়েছেন। তিনি ওয়ারিশ ও খরিদ সূত্রে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বিহিরগাঁও গ্রামে ১০৪ শতাংশ সম্পত্তির মালিক রয়েছেন। তার আপন ভাতিজা ও বিহিরগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে আবদুল আল মামুন জোর পূর্বক ঐ সম্পত্তি দখল করে রেখেছে। এরই সূত্রধরে ২৫ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে প্রবাসীর অন্য ভাতিজা সাইফুল ইসলাম লাভলুর বাড়িতে আবদুল্লাহ আল মামুন ও তার সহযোগীরা হামলা করে বাড়িঘর ভাংচুর করে। বর্তমানে তার ভাতিজা ও অন্য সহযোগীরা প্রবাসীর পরিবারকে প্রাণ নাশের হুমকী দিচ্ছে। যার কারণে তারা নিরাপত্তা হিনতায় ভূগছেন। আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক জিডি, অভিযোগ ও মামলা রয়েছে বলে তার চাচা ইতালি প্রবাসী জাকির হোসেন জানান।

ইতালি প্রবাসী জাকির হোসেনের অন্য ভাতিজা সাইফুল ইসলাম লাভলু অভিযোগ করে বলেন, আবদুল্লাহ আল মামুন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ায়। সে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিনিয়ত হুমকী দিচ্ছে। নিরাপত্তা চেয়ে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গত ২৫ মার্চ “নোয়াখালী টিভি আপডেট” নামক একটি ফেইজবুক পেইজে মিথ্যা তথ্য দিয়ে তার চাচা জাকির হোসেন ও তার বিরুদ্ধে অপপ্রচার করে। তারা এই অপপ্রচার ও ভয়ভীতি এবং জমি দখলের তীব্র প্রতিবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট