মহিমান্বিত রাত
– মোঃ হোসাইন জাকের
মহিমান্বিত শবে কদরের রাত ,
নাজাত পেতে তুলি দুই হাত,
জান ও মালের বদৌলতে পাবে জান্নাত।
এ ধরাধামে তুমি আমি বানানো পুতুল,
কতো মায়া জড়িয়ে করি যে ভুল,
অহংকারী মন সেদিন দিতে হবে মাশুল।
আজ বাঁকা পথে চলো, তাকাও বাঁকা চোখে,
মজা লুটো অন্যের ধনে, সেদিন অগণন লোকে
দেখবে তোমাকে, প্রভুর দরবারে রবে নীচু মস্তিষ্কে।
কি লাভ গড়ে অঢেল সম্পদের পাহাড়?
এ পাহাড় ঐদিন তোমাকে করবে আহার,
ধনের পেছনে ছুটতে নিজেকে করো ছারখার!
মাহে রমাদানে খুঁজো আলোকিত পথ,
যা দেখিয়েছেন প্রিয় নুরনবী হযরত (স.),
ভিন্ন পথে চললে সেদিন দিতে হবে খেসারত।