বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী।
সোমবার (২৪ মার্চ) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক পত্রে বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য হাজী ইসহাক চৌধুরীকে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট এ এডহক কমিটির অনুমোদন দিয়েছেন।
এ কমিটিতে শিক্ষক প্রতিনিধি মো. একরাম হোসেন অভিভাবক প্রতিনিধি নুর নাহার বেগম ও সদস্য সচিব (পদাধিকার বলে) বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মনোনীত করা হয়েছে।