অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৃতি সন্তান চটগ্রাম চাম্পা স্টীল মিলস্ লিমিটেড চেয়ারম্যান ও অসম্প্রদায়িক ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি আলহাজ্ব ফরিদুল আলম সওদাগরের উদ্যোগে খাদ্যপন্য চাউল বিতরন করা হয়েছে।
শনিবার (২২শে মার্চ) বিকেলে এ বিতরন কর্মযজ্ঞ অনুষ্টিত হয়েছে সমাজসেবক আলহাজ্ব ফরিদুল আলমের জিরি গ্রামের নিজ বাস ভবন চাম্পা বেগম প্রকাশ চাম্পা কুঞ্জে।
তিনি প্রতিবছরের ন্যায় এবার এ খাদ্যপন্য বিতরন কর্মসূচীর আলোকে তাহার নিজ গ্রাম জিরি এলাকাসহ ইউনিয়নের সনাতন ধর্মালম্ভীসহ মুসলিম পরিবারের সদস্যদের মাঝে নিজ প্রতিষ্টানের কার্ড ইস্যুর মাধ্যমে প্রায় দুই হাজার গরীব,অসহায়,মধ্যবিও প্রতি পরিবারে ওজন ১০ কেজি করে খাদ্যপন্য চাউল বিতরন করা হয়েছে।
এ ছাড়া মসজিদ,মাদ্রাসা,এতিমখানা,পাড়া-প্রতিবেশী মধ্যবিও দুই শতাধীক কার্ড ইস্যুর মাধ্যমে ২৫ কেজি ওজনের চাউল বস্তাসহ নগদ অর্থ প্রদান করেছেন,মর্মে সরেজমিন পরিলক্ষিত হয়।
এ সময়ে উপস্হিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব ফরিদুল আলম,বীর মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা মোঃ ইছাহাক,ইউপি সদস্য মো: নাছির উদ্দিন চৌধুরী,সাবেক ইউপি সদস্য মো: হাছান,সাবেক ছাত্রনেতা পেয়ার মোহাম্মদ,ফরিদুল আলমের সুযোগ্য সন্তান মোঃ শাহীব-উল আলম,মো: এয়াকুব প্রমুখ।
উল্লেখ্য সমাজসেবক ফরিদুল আলমের সাথে এক আলোচনার মাঝে তিনি বলেন,এই পবিত্র রমজান সিয়াম সাধনার মাসটি মুসলিম পরিবারের জন্য খুবই মূল্যবান মাস।এই মাসে গরীব থেকে মধ্যবিও প্রতিটি পরিবারের পারিবারিক আর্থিক ব্যয় বেড়ে যায়।তাই ইবাদতে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।তারা সাছন্দ্যবোধে যাতে ইবাদতে মনোযোগী হতে পারে সেই ভাবধারায় প্রতিবছর মাহে রমজানে আমি এই ক্ষুদ্র আয়োজন করি।পাশাপাশি মানবসেবা হিসেবে এই আয়োজনের সাথে সনাতনী ভাই-বোনদের পাশে দাড়ানোর চেষ্টা করি।বিষয়টি মুসলিম উম্মাহের সকলের প্রতি সুদৃষ্টি কামনা করছি।আমি জাতি-ধর্ম-নির্বিশেষে সকলের কাছে আমি ও পরিবারের সুখ সমৃদ্ধির জন্য সবার নিকট দোয়া ও আর্শীবাদ চাই,এসব আরো কথা বলেন তিনি।