1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় প্রত্যয়ের ‘মুক্তিযুদ্ধের বিজয় উৎসব’ বোয়ালখালীতে যুবকের লাশ উদ্ধার ৬ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ স্বাস্থ্য সহকারীরা বোয়ালখালীতে হালদা ও কর্ণফুলী নদীতে অবৈধ মাছ শিকার রোধে বিশেষ অভিযান বোয়ালখালীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার বোয়ালখালীতে দোতলা মাটির ঘরের ছাদ থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার জেলা-৩ কনভেনশনে ‘সেরা এপেক্সিয়ান’ নির্বাচিত এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান পটিয়ায় মালিয়ারা-মহিরা-হিখাইন উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবসে পটিয়া উপজেলা প্রসাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সভা

৬ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ স্বাস্থ্য সহকারীরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী:

নোয়াখালীতে নিয়োগ বিধি সংশোধন, ১৪ তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ সহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ইউনিয়ন স্বাস্থ্য সহকারীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সোনাইমুড়ী ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিনের বেতন বৈষম্য, নিয়োগবিধি সংশোধন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ন্যায্য দাবি মানতে কর্তৃপক্ষ টালবাহানা করছে। বছরের পর বছর তাদেরকে বিভিন্ন আশ্বাস দিয়ে রাখা হয়েছে। নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক সংযোজন, ১৪ তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। এই ৬ দাবি মেনে না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেয় তারা। এ সময় সোনাইমুড়ী উপজেলাধীন ১০ ইউনিয়নের স্বাস্থ্য সহকারীরা আন্দোলনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর জাতীয় শহীদ মিনার থেকে এ আন্দোলন শুরু করে সারা দেশের ইউনিয়ন স্বাস্থ্য সহকারীরা। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবি আদায়ে আন্দোলন করে যাচ্ছে তারা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সোনাইমুড়ী উপজেলা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিশ্রুতি দিলেও কিছুই কার্যকর করেননি। ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক সংযোজন, ১৪ তম গ্রেড প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট