বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গ্রেপ্তার ব্যক্তির নাম মনা দে (৬১)। তিনি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কঞ্জুরী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বোয়ালখালীর সারোয়াতলী এলাকায় সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার ১১৫ টাকা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
পরে তাকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়। রোববার (১১ জানুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন , জব্দ করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত