
বোয়ালখালী প্রতিনিধি:
জাতীয় বোয়ালখালীতে বিশ্ববিদ্যালয় কর্তৃক ২০২১-২২ সেশনের ফরম পূরণে যৌক্তিক ফি নির্ধারণসহ ৫ দফা দাবি আদায়ে স্যার আশুতোষ সরকারি কলেজের শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন।বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জয়নাল আবেদীনের হাতে এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাইহান, মামুন, ইসরাত, ফারজানা, সাইমন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিমন, ছামিয়া প্রমুখ। এইদিন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ২০২১-২২ সেশনের ফরম পূরণের ফি অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি করায় স্যার আশুতোষ সরকারি কলেজের হিসাববিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজের শহীদ মিনার চতুরে প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা।