বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার প্রবাসী কুতুব উদ্দিন (৫০) ওমানে মারা গেছেন। গতকাল শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ওমানের সোহার এলাকায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
এসময় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুতুব উদ্দিন উপজেলার পূর্ব কধুখীল ইমাম নগর গ্রামের নুর আহমদ জমাদার (পেয়ারী বাপের) বাড়ির মরহুম দেলোয়ার হোসাইনের ছেলে।
কুতুবের ভাই মো. জামাল উদ্দিন জানান, মানুষের ধার-দেনার চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কুতুব উদ্দিন। শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার মৃত্যু হয়।
কুতুব উদ্দিন ২৩ বছর ধরে ওমানে রয়েছে। সেখানে নিজের একটি রেস্টুরেন্ট পরিচালনা করতেন। তার স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তারাও কুতুবের সাথে ওমানে অবস্থান করছিলেন। সর্বশেষ ৭ বছর আগে দেশে এসেছিলেন তিনি। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।