1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ প্রেসক্লাবের উপহার সামগ্রী বিতরণ চার বছরেও শেষ হয়নি কেরানী বাজার সেতু, কাঠের সাঁকোই ভরসা মাদক সেবনে বাধা দেওয়ায় বোয়ালখালীতে যুবককে মারধর বোয়ালখালীতে অনিয়মে তিন ক্লিনিককে জরিমানা, একটি সিলগালা পটিয়ায় চুরির দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ চোর উদ্ধার স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা বোয়ালখালীতে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা পটিয়ায় গ্রাম আদালতের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির একাংশের বিক্ষোভ পটিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক মামলার আসামির আত্মসমর্পণ বোয়ালখালীতে রেমিট্যান্স দিবস পালন প্রবাসীদের অবদান অর্থনীতির চালিকাশক্তি বোয়ালখালী পৌরসভার ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা

১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

তীব্র তাপদাহ থেকে বাঁচতে ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৪টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুস সোবহান সাগর এবং সাধারণ সম্পাদক ইমরান মল্লিকের নেতৃত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন চত্বরে ১০০ চারাগাছ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।

১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুস সোবহান সাগর বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে ১০নং সলিমপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সহস্রাধিক চারাগাছ রোপন করছি।

১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান মল্লিক বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহে জীবন যাত্রায় বিরুপ প্রভাব পড়েছে। কঠিন হয়ে পড়েছে জীবিকা নির্বাহ করা। কঠিন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সলিমপুরে কর্মসূচি শুরু করেছি।

এ সময় ১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি গাজী সাদেকুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সালাম, ১নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ১নং ওয়ার্ড ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাজমুল হাসান, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট