
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
পৌরসভার ২নং ওয়ার্ড, পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া, চৌধুরী বাড়ী নিবাসী হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী (রাহ:) ‘র সহধর্মিনী, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ও মাওলানা আলহাজ্ব আব্দুল মোনয়েম চৌধুরী’র মমতাময়ী মাতা মোছাম্মৎ হোসনে আরা বেগম চৌধুরী, জটিল রোগে আক্রান্ত হয়ে গতকাল বিকাল ৫:৩০ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল (৭০) বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ১৬ জানুয়ারী (শুক্রবার) সকাল ১০টার সময় পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমার নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।