সবুজ সরকার পটুয়াখালী
বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ডেল্টা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমদ তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফল, কালাইয়া ও পৌরশহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়িসহ একাধিক পূজা মণ্ডপ ঘুরে পূজার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
পূজামণ্ডপে বক্তব্যকালে ফারুক আহমদ তালুকদার বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। পূজা শেষ না হওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মীরা পাহারা দেবে। মৌলবাদীদের ব্যাপারে সজাগ থাকতে হবে। হিন্দু ভাইদের যেকোনো সমস্যার সময় আমাদের দরজা সবসময় খোলা।”
এসময় তাঁর সঙ্গে ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাবেক সদস্য সচিব অলিয়ার রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি নিতাই দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত